বাসস
  ০৪ জুলাই ২০২২, ১২:৩৭

বিচারপতি মোহাম্মদ আনসার আলীর ২৭তম মৃত্যুবার্ষিকী আগামীকাল

ঢাকা, ৪ জুলাই, ২০২২(বাসস): প্রখ্যাত আইনজীবী ও বিচারপতি মোহাম্মদ আনসার আলীর ২৭তম মৃত্যুবার্ষিকী ৫ জুলাই আগামীকাল।
মৃত্যুবার্ষিকীতে রাজধানীর বনানীস্থ কবর প্রাঙ্গণে এবং নওগাঁয় মরহুমের গ্রামের বাড়িতে কোরআনখানি, বিশেষ মোনাজাতের আয়োজন করা হয়েছে। 
বিচারপতি মোহাম্মদ আনসার আলী ১৯৬২ সালে ঢাকা হাইকোর্টে তৎকালীন পাকিস্তান সুপ্রিমকোর্টে আইন পেশায় যোগ দেন। ছাত্রাবস্থায় তিনি ভাষা আন্দোলন ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠায় সক্রিয় ছিলেন। 
ভাষা আন্দোলনে সক্রিয় ভূমিকা পালনের জন্য তিনি ২০০১ সালে মরণোত্তর ‘মাতৃভাষা’ পদক পান। তিনি সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতি, রংপুর আইনজীবী সমিতি, বাংলাদেশ লিগ্যাল এইড সোসাইটির বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন। 
বিচার বিভাগের স্বাধীনতা ও আইনের শাসন প্রতিষ্ঠায় তিনি নিরলসভাবে কাজ করে গেছেন। 
বিচারপতি মোহাম্মদ আনসার আলীর বড়পুত্র বিগ্রেডিয়ার জেনারেল আহমেদ রফি বাংলাদেশ সেনাবাহিনীতে কর্মরত এবং তার কনিষ্ঠ পুত্র বিচারপতি আহমেদ সোহেল বাংলাদেশ সুপ্রিমকোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।
 

  • সর্বশেষ
  • জনপ্রিয়