বাসস
  ২৯ জুলাই ২০২১, ১৯:৪৬

ভূমি সংক্রান্ত ভুল রেকর্ড সংশোধনের জন্য নির্দেশনা

ঢাকা, ২৯ জুলাই, ২০২১ (বাসস) : ভূমি জরিপের পর চূড়ান্তভাবে মুদ্রিত ও প্রকাশিত খতিয়ানের করণিক ভুল, প্রতারণামূলক লিখন ও যথার্থ ভুল মাঠ পর্যায়েই সংশোধন তথা রেকর্ড সংশোধন করার জন্য সহকারী কমিশনারদের (ভূমি) নির্দেশ দিয়ে বিস্তারিত ব্যাখ্যাসহ সুস্পষ্ট দিকনির্দেশনা দেয়া হয়েছে।
ভূমি মন্ত্রণালয়ের জারি করা এ সংক্রান্ত একটি পরিপত্রে আজ এ কথা জানানো হয়।
পরিপত্রের নির্দেশনা অনুযায়ী মাঠ পর্যায়ে সহকারী কমিশনার (ভূমি) কর্তৃক প্রয়োজনীয় সেবা প্রদান নিশ্চিত করা সম্ভব হলে খতিয়ানের ছোটখাটো ভুল-ত্রুটি সংশোধনের জন্য ভূমির মালিককে দেওয়ানী আদালত ও ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালে যেতে হবেনা। 
এতে ভূমি সংক্রান্ত জনদুর্ভোগ অনেকাংশে কমে আসবে এবং পরিপত্রটি পড়ে জমির মালিকগণও সহজে প্রয়োজনীয় দিকনির্দেশনা পাবেন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়