বাসস
  ২৯ জুলাই ২০২১, ১৯:৩৮

বিধিনিষেধ লঙ্ঘন : সপ্তম দিনে ঢাকায় ৫৬৮ জন গ্রেফতার

ঢাকা, ২৯ জুলাই, ২০২১ (বাসস) : করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে সরকার ঘোষিত ১৪ দিনের কঠোর বিধিনিষেধের আজ সপ্তম দিনে ৫৬৮ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। 
ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেসন্স বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) ইফতেখারুল ইসলাম আজ বাসসকে এ তথ্য জানান।
তিনি বলেন, বিধিনিষেধ লঙ্ঘন করে অহেতুক ঘোরাফেরা করায় রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৫৬৮ জনকে গ্রেফতার করা হয় । 
এছাড়া ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২০৬ জনকে ৩ লাখ ৪০ হাজার ১০০ টাকা জরিমানা করা হয়। অপরদিকে ডিএমপি ট্রাফিক বিভাগ ৪৩১টি গাড়ির ৯ লাখ ৯৭ হাজার ৫০০ টাকা জরিমানা করেছে।
মানুষের চলাচল নিয়ন্ত্রণসহ সব ধরনের দোকানপাট, গণপরিবহন এবং শিল্পকারখানা বন্ধ  রেখে গত ২৩ জুলাই সকাল ৬টায়  শুরু হওয়া ১৪ দিনের এ কঠোর বিধিনিষেধ চলবে আগামী ৫ আগস্ট রাত ১২টা পর্যন্ত।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়