বাসস
  ২৯ জুন ২০২২, ১৯:৩৪
আপডেট  : ২৯ জুন ২০২২, ১৯:৩৫

গাজীপুরে  ৫শ’ কৃষকের মধ্যে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

গাজীপুর,২৯ জুন, ২০২২ (বাসস) : জেলার কালীগঞ্জে ৫শ’ কৃষকের মধ্যে বিনামূল্যে ফসলের বীজ ও সার বিতরণ করা হয়েছে। 
আজ বুধবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে এ কৃষি প্রণোদনা প্রদান করা হয়। 
কালীগঞ্জ উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির মহিলা বিষয়ক সম্পাদক মেহের আফরোজ চুমকি এমপি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আস সাদিক জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোয়াজ্জেম হোসেন পলাশ, ভাইস চেয়ারম্যান এ্যাডভোকেট মাকসদ-উল-আলম খান, মহিলা ভাইস চেয়ারম্যান শর্মিলা রোজারিও, উপজেলা কৃষি কর্মকর্তা ফারজানা তাসলিম প্রমুখ উপস্থিত ছিলেন।
জানা গেছে, ২০২১-২০২২ অর্থ বছরে খরিফ-২/ ২০২২-২৩ মৌসুমে উফশী জাতের রোপা আমন ধানের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক প্রতিটি কৃষককে ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার এবং ২০ কেজি করে রোপা আমন ধানের বীজ প্রদান করা হয়।  
কালীগঞ্জ উপজেলার মোক্তারপুর, জামালপুর ও তুমুলিয়া ইউনিয়নে ১২০জন, কালীগঞ্জ পৌরসভা ও বাহাদুরসাদী ইউনিয়নে ৫০ জন, বক্তারপুর ও জাঙ্গালিয়া ইউনিয়নে ২০ জন করে মোট ৫শ’কৃষকের মধ্যে এ কৃষি প্রণোদনা প্রদান করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়