বাসস
  ২৫ জুন ২০২২, ১৩:০৬

পদ্মাসেতুর উদ্বোধন উপলক্ষে নওগাঁয় উৎসবের আমেজ

নওগাঁ, ২৫ জুন, ২০২২ (বাসস) : পদ্মাসেতু'র উদ্বোধন উপলক্ষে দেশব্যাপী উৎসবমুখর অনুষ্ঠানের অংশ হিসেবে জেলা সদরসহ বিভিন্ন উপজেলা সদরেও চলছে উৎসবের আমেজ। 
জেলা প্রশাসন আয়োজিত স্থানীয় কর্মসূচি অংশ হিসেবে সকাল ৯ টায় বের করা হয় এক বিশাল শোভাযাত্রা। জেলা প্রশাসনের কর্মকর্তা কর্মচারী, জেলা পর্যায়ের কর্মকর্তা কর্মচারীবৃন্দ, বিভিন্ন স্কুল, কলেজ এবং মাদ্রাসা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সামাজিক সাংস্কৃতিক সংগঠনের সদস্যবৃন্দ, সাংবাদিকবৃন্দ অংশগ্রহণ করেন। প্রায় ১ কিলোমিটার দীর্ঘ এই শোভাযাত্রাটি নওজোয়ান মাঠ থেকে শুরু হয়ে শহরের প্রধান-প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মুক্তির মোড়ে উদ্বোনী মঞ্চে এসে শেষ হয়। 
পরে সেখানে বড়পর্দায় বিটিভি'র সোজন্যে পদ্মা সেতূর মাওয়া পয়েন্ট থেকে প্রধানমন্ত্রী কর্তৃক উদ্বোধনী অনুষ্ঠান সরাসরি প্রদর্শন করা হয়। 
এদিকে পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে জেলা প্রশাসন দু'দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে। জেলা শিল্পকলা একাডেমিসহ জেলার সকল সাংস্কৃতিক সংগঠন অংশগ্রহণ করছে। 
এ ছাড়াও এ উপলক্ষে গত শুক্রবার সন্ধ্যো থেকে বিভিন্ন সরকারি, বেসরকারী গুরুত্বপূর্ণ ভবনসমূহে করা হয়েছে  আলোকসজ্জা। 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়