বাসস
  ২৭ মে ২০২২, ২০:৫২

জয়পুরহাটে উগ্রবাদ প্রতিরোধে করণীয় বিষয়ে মতবিনিময় সভা

জয়পুরহাট, ২৭ মে ২০২২(বাসস): জেলায় আজ সহিংস উগ্রবাদ প্রতিরোধে করণীয় বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 
আজ শুক্রবার সকালে স্থানীয় স্বপ্নছায়া কমিউনিটি সেন্টারে সহিংস  উগ্রবাদ প্রতিরোধ জেলা কমিটি  আয়োজিত এ মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন নাট্য ব্যক্তিত্ব আফসানা মিমি।
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন- সম্মিলিত সাংস্কৃতিক জোটের জয়পুরহাট জেলা শাখার সভাপতি আহমেদ মোশারফ নান্নু ও সাধারণ সম্পাদক মিজানুর রহমান, সহিংস  উগ্রবাদ প্রতিরোধ জেলা কমিটির সাধারণ সম্পাদক সাংবাদিক শাহাদুল ইসলাম সাজু, জয়পুরহাট আবৃত্তি পরিষদের সভাপতি মোস্তাহেদ ফাররোখ, জয়পুরহাট থিয়েটারের সভাপতি উৎপল মন্ডল, জেলা ইমাম কল্যান সমিতির সভাপতি জয়নাল আবেদীন, সংগীত চক্রের সভাপতি মাহমুদুল ইসলাম, জেলা কমিউিনিটি পুলিশিং কমিটির সদস্য সচিব নন্দলাল পার্শী প্রমুখ। 
মতবিনিময় সভায় বক্তারা বলেছেন, সামাজিক সম্প্রীতির বাস্তব দৃষ্টান্তনির্ভর লেখা, গল্প, নাটক, গান ও ভিডিও চিত্রের মাধ্যমে সমাজে ইতিবাচক ধারনার সৃষ্টি হবে। এতে করে সহিংস উগ্রবাদ প্রতিরোধে ব্যাপক জনসচেতনতা বৃদ্ধি করা সম্ভব হবে। 
 

  • সর্বশেষ
  • জনপ্রিয়