বাসস
  ২৬ মে ২০২২, ১৮:০৮

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের দপ্তরে অভিযোগ বক্স স্থাপনের নির্দেশ শিক্ষা মন্ত্রণালয়ের

ঢাকা, ২৬ মে, ২০২২ (বাসস) : মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ ও তার অধীন সকল দপ্তর সংস্থায় অভিযোগ বক্স সচল করার নির্দেশ দিয়েছে  শিক্ষা মন্ত্রণালয়।
আজ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক সভায় জানানো হয়, সেবা গ্রহিতাদের হয়রানী বন্ধ এবং দুর্নীতি প্রতিরোধের লক্ষ্যে এ নিদের্শনা রয়েছে।
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মোঃ আবু বকর ছিদ্দীকের সভাপতিত্বে সভায় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তা এবং অধীনন্ত বিভন্ন দপ্তর সংস্থার প্রধানগণ উপস্থিত ছিলেন।
সভায়, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের বিভিন্ন দপ্তর, সংস্থার দুর্নীতির বিষয়ে দুর্নীতি দমন কমিশনের প্রদত্ত প্রতিবেদনের বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা করা হয়।
এতে বলা হয়, এই অভিযোগ বক্সের চাবি থাকবে অফিস প্রধানের কাছে। মাসে একবার খোলা হবে অভিযোগ বক্স। এবং খোলার পরে কোন কিছু না পড়েই প্রত্যেক অভিযোগ আগে রেজিস্টারে লিপিবদ্ধ করতে হবে।
আবু বকর ছিদ্দীক বলেন, প্রত্যেক মাসে অভিযোগের বিষয়ে কী ব্যবস্থা নেয়া হয়েছে তা বিভাগের মাসিক সমন্বয় সভায় আলোচনা হবে ।
তিনি আরো বলেন, দুর্নীতি দমন কমিশনের  দেয়া  মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের দুর্নীতির  প্রতিবেদন এবং তা প্রতিরোধে করণীয় সংক্রান্ত সুপারিশমালার বিষয়ে করণীয় নির্ধারণে লক্ষ্যে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়