বাসস
  ২৬ মে ২০২২, ১৭:২২

রংপুরে  ড. এম এ ওয়াজেদ মিয়া হাই-টেক পার্কের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন স্পিকার ও আইসিটি প্রতিমন্ত্রী

ঢাকা, ২৬ মে ২০২২(বাসস): স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী ও তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক যৌথভাবে রংপুরের হারাগাছ থানার খলিশা কুড়িতে বাংলাদেশ হাইটেক পার্কের অধীন জেলা পর্যায়ে আইটি /হাইটেক পার্ক স্থাপন প্রকল্পের আওতায়  ড. এম এ ওয়াজেদ মিয়া হাই-টেক পার্কের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন।
আজ প্রধান অতিথি হিসেবে উক্ত অনুষ্ঠানে ঢাকা থেকে অনলাইনে যুক্ত হয়ে স্পিকার  শুভেচ্ছা বক্তব্যও রাখেন।তিনি  রংপুরে ড. এম এ ওয়াজেদ মিয়া হাই-টেক পার্কের ভিত্তিপ্রস্তর স্থাপন করায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগকে ধন্যবাদ জানান ।
ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে  আইসিটি প্রতিমন্ত্রী  ড.এম এ ওয়াজেদ মিয়া হাই-টেক পার্ক রংপুরের তরুণ প্রজন্মের কর্মসংস্থানের  ঠিকানা বলে  উল্লেখ করেন। তিনি  বলেন, এই পার্ক বাংলাদেশকে শ্রমনির্ভর অর্থনীতি থেকে জ্ঞান- নির্ভর উন্নত অর্থনীতির স্মার্ট  বাংলাদেশ বিনির্মাণে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।
জেলা পর্যায়ে আইটি/হাইটেক পার্ক স্থাপন প্রকল্পের আওতায়  ড. এম এ ওয়াজেদ মিয়া হাই-টেক পার্কটি দেড় একর জায়গার ওপর ১৭০ কোটি টাকা ব্যয়ে নির্মিত হচ্ছে। পার্কটি চালু হলে প্রতিবছর এলাকার ৫ হাজার তরুণ-তরুণীর কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন  বাংলাদেশ হাইটেক পার্কের ব্যবস্থাপনা পরিচালক বিকর্ণ কুমার   ঘোষ , রংপুরের পুলিশ কমিশনার আব্দুল আলীম মাহমুদ, রংপুর জেলা প্রশাসক আসিব আহসান , জেলা পর্যায়ে আইটি /হাইটেক পার্ক স্থাপন প্রকল্পের প্রকল্প পরিচালক একেএম ফজলুল হক, এলএডিপি প্রকল্প পরিচালক হুমায়ুন কবির, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এড. হোসনে আরা লুৎফা, সংগঠনের রংপুর জেলা সভাপতি মমতাজ উদ্দিন আহমেদ, রংপুর মহানগর সভাপতি সফিউর রহমান সফি এবং ড. ওয়াজেদ মিয়া মেমোরিয়াল ফাউন্ডেশনের চেয়ারম্যান একেএম ছায়াদত হোসেন বকুল।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়