বাসস
  ২২ মে ২০২২, ১৭:১৬

নীলফামারীতে জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগীতা শুরু

নীলফামারী, ২২ মে, ২০২২ (বাসস) : জেলা পর্যায়ে শুরু হয়েছে জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগীতা-২০২২। 
আজ  বেলা ১১টায় জেলা শিল্পকলা একাডেমি চত্বরে প্রতিযোগিতার উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আজাহারুল ইসলাম। 
বাংলাদেশ শিশু একাডেমির আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা ইমরান মিঞা। এসময় বক্তৃতা দেন- জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের আহবায়ক আহসান রহিম মঞ্জিল, জেলা কালচারাল অফিসার কেএম আরিফুজ্জামান, জেলা ক্রীড়া কর্মকর্তা আবুল হাসেম প্রমুখ। 
জেলা শিশু বিষয়ক কর্মকর্তা ইমরান মিঞা জানান, দুই দিনব্যাপী তিনটি গ্রুপে জেলার ছয় উপজেলার ৭১১জন শিশু প্রতিযোগিতায় অংশ নেবে। ৩০টি ইভেন্টে ২৩৭জনকে পুরস্কৃত করা হবে। জেলা পর্যায়ে প্রথম স্থান অধিকারী শিশুরা বিভাগীয় পর্যায়ে অংশ নিবে। সোমবার বিকেলে সমাপ্ত হবে প্রতিযোগিতা। 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়