বাসস
  ২২ মে ২০২২, ১৫:২৩

গোপালগঞ্জে ভ্যাকসিন তৈরী এবং গবেষণা প্ল্যান্ট প্রতিষ্ঠায় দ্রুতগতিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ

ঢাকা, ২২ মে, ২০২২ (বাসস) : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয  স্থায়ী কমিটির সভায় গোপালগঞ্জে ভ্যাকসিন তৈরী এবং গবেষণা প্ল্যান্ট প্রতিষ্ঠায় দ্রুতগতিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়েছে।
কমিটির সভাপতি শেখ ফজলুল করিম সেলিমের সভাপতিত্বে আজ সংসদ ভবনে  অনুষ্ঠিত সভায় এ সুপারিশ করা হয়।
কমিটির সদস্য আ.ফ.ম রুহুল হক, মুহিবুর রহমান মানিক, মোহাম্মদ একরামুল করিম চৌধুরী, মোঃ আব্দুল আজিজ, সৈয়দা জাকিয়া নূর ও মোঃ আমিরুল আলম মিলন সভায় অংশগ্রহণ করেন।
সভায় “বেসরকারি কলেজ ও ডেন্টাল কলেজ বিল, ২০২২" সম্পর্কে পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করা হয়।  কতিপয় সংযোজন, সংশোধন ও পরিমার্জনের পর বিলটি জাতীয় সংসদে পাশের উদ্দেশ্যে সংশোধিত আকারে  রিপোর্ট প্রদানের জন্য কমিটি থেকে সুপারিশ করা হয়।
স্বাস্থ্য, শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিবসহ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় এবং  সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কমকর্তাবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়