বাসস
  ১০ মে ২০২২, ১৯:১৬

গোপালগঞ্জের মুকসুদপুরে কম্বাইন হারভেষ্টারের মাধ্যমে বোরো ধান কাটা শুরু

গোপালগঞ্জ, ১০ মে ২০২২ (বাসস) : জেলার মুকসুদপুর উপজেলায় আজ কৃষি প্রণোদনা ২০২১-২২ রবি মৌশুমে বোরো ধানের হাইব্রিড সমলয় চাষাবাদ কর্মসূচির আওতায় কম্বাইন হারভেষ্টারের মাধ্যমে বোরো ধান কর্তন, মাড়াই ও ঝাড়াই কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। 
আজ মঙ্গলবার সকালে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপজেলা কার্যালয়ের আয়োজনে স্থানীয় পাইকদিয়া গ্রামে প্রদর্শণী ব্লকে এ কার্যক্রম উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গোপালগঞ্জ জেলায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. অরবিন্দ কুমার রায়। 
মুকসুদপুর উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ মনিরুজ্জামানের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ চৈতন্য পাল, উপজেলা উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা রুহুল কুদ্দুস আহমেদ প্রমুখ। 
উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ মনিরুজ্জামান জানান, কৃষি প্রণোদনা ২০২১-২২ রবি মৌশুমে বোরো ধানের হাইব্রিড সমলয় চাষাবাদ কর্মসূচির আওতায় উপজেলার পাইকদিয়া বড়পাথারে কৃষক লিয়াকত মজুমদার ব্লক প্রদর্শণীর মাধ্যমে ৫০ একর জমিতে বোরো ধান রোপন করেছিলেন। আজ মঙ্গলবার প্রদর্শণী ব্লকের জমির ধান কম্বাইন হারভেষ্টারের মাধ্যমে কর্তণ, মাড়াই, ঝাড়াই কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।
 

  • সর্বশেষ
  • জনপ্রিয়