বাসস
  ২৮ এপ্রিল ২০২২, ১৬:৫২

বগুড়ায় বোরো ধান কাটা ও মাড়াই শুরু : বাম্পার ফলনের আশাবাদ

বগুড়া, ২৮ এপ্রিল, ২০২২ (বাসস)  : ঝড় বৃষ্টির আগে কৃষকরা ঘরে ধান তুলতে মরিয়া বগুড়ার কৃষক। এখন পর্যন্ত আবহাওয়া অনকুল থাকায় বগুড়ায় এবারও বোরোর বাম্পার ফলনের আশাবাদ ব্যক্ত করছেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।  ইতোমধ্যে  জেলা নন্দীগ্রাম উপজেলায় বোরো ধান কাটা-মাড়াই চলছে। তবে ঝড়-ঝঞ্জা ও শীলা বৃষ্টির আতংকে দিন কাটাচ্ছে কৃষক। অনেক ঝড়ো হাওয়া ও বৃষ্টির ভয়ে আগেই ধান কাটা শুরু করেছে। তবে আগামাী মাসের ১০ তারিখ থেকে পুরোপুরি বোরো ফসল কাটা শুরু হবে। 
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক এনামুল হক জানান জেলা এবার ১ লাখ ৮৭ হাজার ৪১৫ হেক্টর জামিতে বোরো চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। সেখানে এবার এই লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে বলে আশা করছেন তিনি। গতবছর বোরো উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল ৮ লাখ ৭ হাজার ৬২৩ টন (চাল)। এবার সেই লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে এমনটি জানালেন এ কৃষি কর্মকর্তারা।  এবার জেলার নন্দীগ্রাম উপজেলা বিঘা প্রতি ২৪ থেকে ২৮ মন জিরাসাইল ফসল উৎপাদন হবে বলে জানান- নন্দীগ্রাম উপজেলার কৃষক রওশন আলী। কৃষক রওশন বলেন- এখন বাজারের ভেজা ধান ৯০০ থেকে ১০০০ টাকা। আর শুকনা ধান (জিরাসাইল) ধান ১০০০ টাকা থেকে ১১০০ টাকা। মানুষের জীবন মানের উন্নতি ঘটায় বগুড়ায় মোটা জাতের বোরো চাষ কমে গেছে। বগুড়ায় থেকে ধীরে-ধীরে বোরো মোট জাতের ধান বিলিন হতে চলেছে। এই অঞ্চলে সরু জাতের বোরো উৎপাদন বেড়ে গেছে।
 

  • সর্বশেষ
  • জনপ্রিয়