বাসস
  ২৬ এপ্রিল ২০২২, ১৯:২৬

বান্দরবানে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

বান্দরবান, ২৬ এপ্রিল ২০২২ (বাসস): জেলার থানচি উপজেলায় আজ সরকারের কৃষি প্রনোদনা কর্মসূচীর আওতায় চারশ’জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে খরিপ-১ ও ২ মৌসুমে ‘উফশী’ আউশ আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে। 
আজ মঙ্গলবার দুপুরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপজেলা কার্যালয় ও স্থানীয় প্রশাসনের যৌথ আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কৃষি উপকরণ বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আতাউল গনি ওসমানীর সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন থানচি উপজেলা পরিষদের চেয়ারম্যান থোয়াইহ্লামং মারমা । 
বিশেষ অতিথি ছিলেন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) রাহুল চন্দ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান  চসাথোয়াই মারমা প্রমুখ।
কৃষি বিভাগের কর্মকর্তারা জানান, কৃষি প্রনোদনা কর্মসূচীর আওতায় বিনামূল্যে প্রতিজন কৃষককে সর্বোচ্চ একবিঘা (৩৩ শতক) জমিতে চাষের জন্য পাঁচকেজি আউশ বীজ, ২০ কেজি ডিএপি, ১০ কেজি এমওপি সার দেয়া হয়েছে।
 

  • সর্বশেষ
  • জনপ্রিয়