বাসস
  ১৭ এপ্রিল ২০২২, ২১:৫২

শেরপুরে কৃষকদের মাঝে বীজ, রাসায়নিক সার ও কম্বাইন্ড হারভেস্টার বিতরণ

শেরপুর, ১৭ এপ্রিল, ২০২২ (বাসস) : জেলার ঝিনাইগাতী উপজেলায় আজ আউশ ধান উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে সরকারের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় কৃষকদের মাঝে বিনামূল্যে ধানের বীজ ও রাসায়নিক সার এবং ভর্তুকি মূল্যে কম্বাইন্ড হারভেস্টার বিতরণ করা হয়েছে। 
আজ রোববার উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয়ে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঝিনাইগাতী উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব এসএম আব্দুল্লাহেল ওয়ারেজ নাইম।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফারুক আল মাসুদ-এর সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান লাইলী বেগম, উপজেলা কৃষি কর্মকর্তা মো. হুমায়ুন কবির ও সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শাহাদৎ হোসেন।
অনুষ্ঠানে সাতশ’জন কৃষকের মাঝে বিনামূল্যে জনপ্রতি পাঁচকেজি ধানের বীজ, ২০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার বিতরণ করা হয়।
একই অনুষ্ঠানে উপজেলা কৃষি সম্প্রসারণ দপ্তরের উদ্যোগে ভর্তুকি মূল্যে উপজেলার বনগাঁও গ্রামের কৃষক মো. মোখলেছুর রহমানকে একটি কম্বাইন্ড হারভেস্টার মেশিন প্রদান করা হয়েছে।
 

  • সর্বশেষ
  • জনপ্রিয়