বাসস
  ০৫ এপ্রিল ২০২২, ১৮:৫৫

নীলফামারীর ডিমলায় বিনামূল্যে আউশের বীজ ও সার বিতরণ

নীলফামারী, ৫ এপ্রিল ২০২২ (বাসস) : জেলার ডিমলা উপজেলায় আজ আউশ ধানের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে তিনশ’ কৃষকের মাঝে বিনামূল্যে ধানের বীজ ও সার বিতরণ করা হয়েছে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপজেলা কার্যালয়ের উদ্যোগে আজ মঙ্গলবার বেলা ১২টার দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে এসব বীজ ও সার বিতরণ করা হয়। 
অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা বেলায়েত হোসেন কৃষকদের মাঝে বিনামূল্যে জনপ্রতি পাঁচকেজি হাইব্রিড আউশ ধানের বীজ, ২০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার বিতরণ করেন।
এসময় ডিমলা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নিরেন্দ্র নাথ রায় ও আয়েশা সিদ্দিকা, উপজেলা কৃষি কর্মকর্তা মো. সেকেন্দার আলী প্রমুখ উপস্থিত ছিলেন।
উপজেলা কৃষি কর্মকর্তা মো. সেকেন্দার আলী জানান, ২০২১-২২ অর্থবছরে খরিপ-১ মৌসুমে আউশ ধানের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।
 

  • সর্বশেষ
  • জনপ্রিয়