বাসস
  ০১ এপ্রিল ২০২২, ১৮:১৯

জয়পুরহাটে ফসলের রোগবালাই ব্যবস্থাপনা বিষয়ে কৃষক প্রশিক্ষণ

জয়পুরহাট, ১ এপ্রিল ২০২২ (বাসস): জেলায় আজ বাংলাদেশ কৃষি গবেষনা ইনস্টিটিউটের উদ্ভিদ রোগতত্ত্ব বিভাগের উদ্যোগে ফসলের রোগবালাই ব্যবস্থাপনা বিষয়ে কৃষকদের দিনব্যাপী প্রশিক্ষন অনুষ্ঠিত হয়েছে। 
আজ শুক্রবার জয়পুরহাট চিনিকলের প্রশিক্ষন কেন্দ্রে অনুষ্ঠিত কৃষক প্রশিক্ষন কর্মসূচী প্রধান অতিথি হিসাবে উদ্বোধন করেন বাংলাদেশ কৃষি গবিষণা ইন্সটিউিটের মহাপরিচালক কৃষিবিদ ড. দেবাশীষ সরকার।
বাংলাদেশ কৃষি গবিষণা ইন্সটিউিটের উদ্ভিদ রোগতত্ত্ব বিভাগের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা  ও বিভাগীয় প্রধান ড. মতিয়ার রহমানের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ কৃষি গবিষণা ইন্সটিউিটের অধীনস্থ বগুড়া মসলা গবেষণা কেন্দ্রের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মাজহারুল আনোয়ার, জয়পুরহাট চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক ড. আখলাছুর রহমান ও জেলায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ মো: শফিকুল ইসলাম।
দিনব্যাপি এ প্রশিক্ষণ কর্মসূচিতে জেলার ৬০ জন কৃষক-কিষাণী অশগ্রহন করেন।
 

  • সর্বশেষ
  • জনপ্রিয়