বাসস
  ০২ মার্চ ২০২২, ১০:৩৪

চুয়াডাঙ্গায় পরীক্ষামূলক কটন হারভেস্টার দিয়ে তুলা উত্তোলন

॥ রাশেদিন আমিন ॥
চুয়াডাঙ্গা, ২ মার্চ, ২০২২ (বাসস) : ডিজিটাল যুগে কৃষিতেও পরিবর্তনের হাওয়া লেগেছে। এক সময় তুলা উত্তোলন করতে শ্রমিক সংকটের সাথে সময়ের অপচয় হতো, এখন সেখানে কটন হারভেস্টার মেশিন দিয়ে বিঘার পর বিঘা তুলা উত্তোলন করতে শ্রমিকের মজুরির সাথে সময়েরও অপচয় কম হচ্ছে। দেশে  প্রথম চুয়াডাঙ্গয়া পরীক্ষামূলক আধুনিক সুযোগ-সুবিধা সম্পন্ন কটন হারভেস্টার দিয়ে একসঙ্গে দুটি কাজ করা সম্ভব হচ্ছে, তুলা উত্তোলন ও কীটনাশক স্প্রে। এ অঞ্চলের তুলা চাষিদের মাঝে এ প্রযুক্তিতে তুলা উত্তোলন করতে কাজ করছে আঞ্চলিক তুলা উন্নয়ন বোর্ড।
চুয়াডাঙ্গা তুলা উন্নয়ন অফিস জানান, বর্তমানে চারা পদ্ধতি ও উচ্চ ফলনশীল হাইব্রিড জাতের তুলা বাণিজ্যিক ভাবে চাষ করছেন এ অঞ্চলের কৃষকরা। তুলা ৬ মাসের ফসল হলেও লাভজনক চাষ। উফশী ওপি জাত, দুটি কোম্পানির হাইব্রিড জাতের বীজ ব্যবহার হচ্ছে এখানে। চলতি মৌসুমে এ অঞ্চলে ২৮৬টি স্থানে ৪ হাজার ৩৩২ হেক্টর জমিতে তুলার আবাদ হয়েছে। যার বাজার মূল্য প্রায় ৮৫ কোটি টাকা। দেশে উৎপাদিত তুলার রঙ ও গুণগত মান ভালো হওয়ায় চাহিদা অনেক। তুলার রঙ ধবধবে সাদা। তুলা চািষরা কটন হারভেস্টার মেশিন দিয়ে খুব সহজে তুলা উত্তোলন করছেন। এতে শ্রমিক সংকট লাঘব হচ্ছে। কম সময়ে, কম খরচে বেশি জমির তুলা বস্তাবন্দি করা যাচ্ছে।
চুয়াডাঙ্গা সদর উপজেলার দৌলতদিয়াড় গ্রামের তুলা চাষি সাইফুল ইসলাম জানান, দীর্ঘদিন তুলা আবাদ করে আসছি। লাগানো খরচ কম, উত্তোলন খরচ বেশী। প্রতি কেজিতে একজন শ্রমিককে ১০ টাকা করে দিতে হয়। মেশিন দিয়ে তুলা উত্তোলনে কেজিতে ৩ টাকা পড়ছে।
একই গ্রামের তুলা চাষি মনিরুজ্জামান মনি জানান, আগে শ্রমিক দিয়ে তুলা উত্তোলনে খবর বেশী হতো। এখন মেশিন দিয়ে উত্তোলনে খরচ কম হচ্ছে। 
চুয়াডাঙ্গার প্রধান তুলা উন্নয়ন কর্মকর্তা শেখ আল মামুন বলেন, কৃৃষিকে বাণিজ্যকরণ ও ব্যয় সাশ্রয় করতে হলে যান্ত্রিকীকরণের কোনো বিকল্প নেই। দিন যতই যাচ্ছে শ্রমিক সংকট তত বাড়ছে। এছাড়া শ্রমিকের যে মজুরি তাতে যান্ত্রিকীকরণ না হলে ওই কৃষক কৃষিকাজ করে লাভবান হতে পারবে না। কটন হারভেষ্টার মেশিন দিয়ে তুলা উত্তোলন করতে খরচ হচ্ছে চার ভাগের এক ভাগ। 
বাংলাদেশ তুলা উন্নয়ন বোর্ডের নির্বাহী পরিচালক আখতারুজ্জামান বলেন, আগে তুলা উত্তোলন করতে অনেক শ্রমিক লাগতো, অনেক সময় লাগতো। কিন্তু এখন শ্রমিক পাওয়া যায় না। এখন অনেক সুবিধা হয়েছে হারভেস্টার মেশিন দিয়ে তুলা উত্তোলন করতে। যান্ত্রিক পদ্ধতিতে তুলা উত্তোলনের উপকার পাচ্ছেন চাষিরা।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়