বাসস
  ২৮ জানুয়ারি ২০২২, ১০:২৫

চুয়াডাঙ্গায় ৪টি ইটভাটাকে সাড়ে ৮ লাখ টাকা জরিমানা

চুয়াডাঙ্গা, ২৮ জানুয়ারি, ২০২২ (বাসস) : জেলায় অবৈধ ইটভাটায় অভিযান চালিয়েছে পরিবেশ অধিদফতরের ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার বিকেলে চুয়াডাঙ্গা পৌর এলাকা ও দামুড়হুদা উপজেলার বিভিন্ন ইটভাটায় অভিযান চালানো হয়। এসময় নিয়ম-নীতি অমান্য করে অবৈধভাবে ইটভাটা পরিচালনা করায় ৪টি ইটভাটাকে সাড়ে ৮ লাখ টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন পরিবেশ অধিদফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাঈদা পারভীন। 
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, পরিবেশ নষ্ট করে অবৈধভাবে ইটভাটা চালানো হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা পৌর এলাকা ও দামুড়হুদা উপজেলার বিভিন্ন ইটভাটায় অভিযান চালানো হয়। এ সময় ইট প্রস্তুত ও ভাটা নিয়ন্ত্রণ আইন-২০১৩ সংশোধিত ২০১৯ এর বিভিন্ন ধারায় ৪টি ইটভাটাকে ৮ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।  এসময় নিয়ম মেনে ইটভাটা পরিচালনা করতে মালিকদের নির্দেশ দেয়া হয়। 
অভিযানে জেলা প্রশাসনের সহকারী কমিশনার জাকির হোসেন, পরিবেশ অধিদফতর কুষ্টিয়া জেলা কার্যালয়ের উপ-পরিচালক মোহাম্মদ আতাউর রহমান উপস্থিত ছিলেন। 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়