BSS-BNhrch_cat_news-24-5
বাসস
  ২৭ জানুয়ারি ২০২২, ১৪:২৬

হবিগঞ্জে সাবেক অর্থমন্ত্রী কিবরিয়ার মৃত্যুবার্ষিকী পালিত

হবিগঞ্জ, ২৭ জানুয়ারি, ২০২২ (বাসস) : জেলায় আজ সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়ার ১৭তম মৃত্যুবার্ষিকী  পালিত হয়েছে। 
সকালে শহরের আর ডি হল প্রাঙ্গনে কিবরিয়ার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অপণর্ করা হয়। এছাড়া ও কর্মসূচির মধ্যে ছিল, দোয়া, মিলাদ,  আলোচনা সভা, স্থির চিত্র প্রদর্শনী ও  দুস্থদের মধ্যে শীত বস্ত্র বিতরণ। কিবরিয়া ফাউন্ডেশন হবিগঞ্জ জেলা শাখা এ কর্মসূচির আয়োজন করে। এতে সঞ্চালনের দায়িত্বে ছিলেন কিবরিয়া ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক অনুপ কুমার দেব মনা। বক্তব্য রাখেন সাবেক এমপি আমাতুল কিবরিয়া চৌধুরী কেয়া, হবিগঞ্জ সরকারী বৃন্দাবন কলেজের সাবেক অধ্যক্ষ ইকরামুল ওয়াদুদ, কমিউনিষ্ট পার্টি হবিগঞ্জের সভাপতি পিযুষ কান্তি রায়। 
বক্তারা শীঘ্রই এ হত্যাকান্ডের বিচার দাবি করেন।
 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বেটা ভার্সন