বাসস
  ০২ জানুয়ারি ২০২২, ০৯:১০

জয়পুরহাটে ২ হাজার ৩৫০ হেক্টর জমিতে গম চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ 

জয়পুরহাট, ২ জানুয়ারি, ২০২২ (বাসস) : কৃষি উৎপাদনে উদ্বৃত্ত জেলা জয়পুরহাটে নিবিড় বার্ষিক ফসল উৎপাদন কর্মসূচির আওতায় ২০২১-২০২২ অর্থ বছরে ২ হাজার ৩৫০ হেক্টর জমিতে গম চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে স্থানীয় কৃষি বিভাগ।  
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্র  জানায়,  বর্তমান কৃষি বান্ধব সরকার কৃষি বিভাগের উন্নয়নে ব্যাপক কর্মসূচি গ্রহণ করায় ফসল উৎপাদনে কৃষকের আগ্রহ বৃদ্ধি পাচ্ছে।  জেলায় চলতি ২০২১-২২ রবি মৌসুমে ২ হাজার ৩শ ৫০ হেক্টর জমিতে গম চাষের লক্ষ্যমাত্রা ধার্য করা হয়েছে।  এতে উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে  ৭ হাজার ৪শ ১৫ মেট্রিক টন গম। মাটির গুণাগুণে জয়পুরহাটের মাটি বেলে দো’ আশ হওয়ায় গম চাষের জন্য উপযোগীী। ফলে কৃষকদের মাঝে গম চাষে আগ্রহও দিন দিন বৃদ্ধি পাচ্ছে বলে  জানান, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ মো: শফিকুল ইসলাম। বর্তমান কৃষি বান্ধব সরকার কৃষকদের উন্নয়নে  নানা কর্মসূচি বাস্তবায়ন করায় জেলায় কৃষি উৎপাদন বৃদ্ধি পাচ্ছে। চলতি মৌসুমে  গম চাষ সফল করতে মাঠ পর্যায়ে কৃষকদের পরামর্শ দিযেছেন কৃষি কর্মকর্তারা।
 

  • সর্বশেষ
  • জনপ্রিয়