বাসস
  ২৬ ডিসেম্বর ২০২১, ১৮:৫৯

গোপালগঞ্জে আধুনিক কৃষি খামার পরিদর্শন 

গোপালগঞ্জ, ২৬ডিসেম্বর, ২০২১ (বাসস) : জেলার মুকসুদপুর উপজেলায় আজ আধুনিক কৃষি খামার পরিদর্শন করেছেন কৃষি মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তাবৃন্দ। 
আজ রোববার কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হাসানুজ্জামান কল্লোল মুকসুদপুর উপজেলার রিপন মহসিনের আধুনিক কৃষি খামার পরিদর্শন করেন। জেলায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. অরবিন্দ রায় এসময় উপস্থিত ছিলেন। 
হাসানুজ্জামান কল্লোল রিপন মহসিনের ২২ একর জমির উপর গড়ে ওঠা, পেয়ারা, বিভিন্ন জাতের কুল, আম, কমলা, মাল্টা, থাইজাম্বুরা, ড্রাগন ও পেঁপের কৃষি খামার ঘুরে দেখেন। এছাড়া এর সাথেই রবি মৌসুমে সাথী ফসলের মাঠ পরিদর্শন করেন। 
এ সময় তার সাথে ছিলেন গোপালগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. অরবিন্দ রায়, মুকসুদপুর উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ মনিরুজ্জামান, উপজেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক হায়দার হোসেন, মুকসুদপুর কৃষি সম্প্রসারণ কর্মকর্তা  চৈতন্য পাল, উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা রুহুল কুদ্দুসসহ মাঠ পর্যায়ের কৃষি কর্মকর্তাগণ। 
অতিরিক্ত সচিব রিপন মহসিনের আধুনিক কৃষি খামারে বিভিন্ন ধরনের ফলের আবাদের সফলতা ও ব্যর্থতা নিয়ে আলোচনা করেন। উৎপাদিত ফসলের আবাদ লাভজনক হয়েছে বলে তিনি সন্তোষ প্রকাশ করেন ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়