বাসস
  ৩০ নভেম্বর ২০২১, ১৮:০৯

ফেনীতে ৬ হাজার কৃষকের মধ্যে বিনামূল্যে সার ও বীজ বিতরণ

ফেনী, ৩০ নভেম্বর, ২০২১ (বাসস) : ২০২০-২১ অর্থ বছরে বোরো মৌসুমে ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ফেনী সদরে ৬ হাজার ৩০০ কৃষককে সার ও বীজ বিতরণ চলছে।
এ অংশ হিসেবে গতকাল এবং আজ মঙ্গলবার সদর উপজেলার ১২ ইউনিয়নের ৬ হাজার ৩০০ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে বলে জানান সদর উপজেলা কৃষি কর্মকর্তা শারমীন আক্তার। গতকাল সোমবার বিকেলে ফেনী সদর উপজেলা পরিষদ চত্বরের উদ্বোধন করা হয়।
কৃষি কর্মকর্তা জানান, ১ হাজার কৃষককে প্রতি বিঘা জমিতে চাষাবাদের জন্য উচ্চ ফলনশীল জাতের ৫ কেজি বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার এবং ৫ হাজার ৩০০ কৃষককে ২ কেজি করে হাইব্রিড বীজ বিনামূল্যে প্রদান করা হয়।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ফেনীর উপ-পরিচালক জানান, এর আগে দাগনভূঞা ও ছাগলনাইয়াতে সার এবং বীজ বিতরণ করা হয়েছে। সারা জেলাতেই এ কার্যক্রম চলছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়