BSS-BNhrch_cat_news-24-5
বাসস
  ২৯ নভেম্বর ২০২১, ১৮:০০
আপডেট  : ২৯ নভেম্বর ২০২১, ১৮:২৩

এনসিসি নির্বাচন : দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করলেন ডা. আইভীসহ ৪ জন

নারায়ণগঞ্জ, ২৯ নভেম্বর, ২০২১ (বাসস) : আসন্ন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন(এনসিসি) নির্বাচনে দলীয় মনোনয়ন পেতে আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন বর্তমান মেয়র ও জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ডা. সেলিনা হায়াৎ আইভী।
সোমবার দুপুরে ঢাকার ২৩, বঙ্গবন্ধু অ্যাভিনিউস্থ (গুলিস্তান) কেন্দ্রীয় কার্যালয় থেকে তার পক্ষে ২৫ হাজার টাকার বিনিময়ে মনোনয়ন ফরম সংগ্রহ করেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবদুল কাদির, আদিনাথ বসু, যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম।
আওয়ামী লীগের মনোনয়ন পেতে এ দিন আরো ফরম সংগ্রহ করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু হাসনাত মোহাম্মদ শহীদ বাদল, মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি চন্দন শীল, সাধারণ সম্পাদক এডভোকেট খোকন সাহা।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বেটা ভার্সন