বাসস
  ২৬ নভেম্বর ২০২১, ১১:১০
আপডেট  : ২৬ নভেম্বর ২০২১, ১১:১৩

কুমিল্লার লাকসামে ৩২০০ কৃষকদের মধ্যে বিনামূল্যে সার ও বীজ বিতরণ

কুমিল্লা (দক্ষিণ), ২৬ নভেম্বর, ২০২১ (বাসস) : জেলার লাকসামে ২০২১-২০২২ অর্থবছরে রবি মৌসুমে বোরো ধানের উচ্চ ফলনশীল (উফশী) জাতের বীজ উপজেলা কৃষি কার্যলয়ের সামনে প্রান্তিক ও ক্ষুদ্র প্রায় ৩ হাজার ২শ’ কৃষকের মধ্যে বিনামূল্যে সার ও বীজ তুলে দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. ইউনুছ ভুঁইয়া।
এ ব্যাপারে উপজেলা কৃষি কর্মকর্তা সৈয়দ শাহীনুর ইসলাম বাসসকে বলেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে আজ সকাল সাড়ে ৯ টায় উপজেলার ৩২’শ কৃষকের মধ্যে বিনামুল্যে প্রতিজন কৃষকের মাঝে ২ কেজি করে বোরো হাইব্রীড জাতের বীজ ধান ও ৮শ’ জন কৃষক ৫ কেজি বীজ, ১০ কেজি ডিএপি সার, ১০ কেজি এমওপি সার প্রদান করা হয়।
এই সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা একেএম সাইফুল আলম, মহিলা ভাইস চেয়ারম্যান পড়শী সাহা, উপজেলা কৃষি কর্মকর্তা সৈয়দ শাহীনুর ইসলাম, মুদাফরগঞ্জ দক্ষিণ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবদুর রশিদসহ কৃষি উপ-সহকারী কর্মকর্তা বৃন্দরা।
 

  • সর্বশেষ
  • জনপ্রিয়