বাসস
  ২২ নভেম্বর ২০২১, ০৯:২১

কুমিল্লায় বেড়েছে শীতকালীন সবজির সরবরাহ

কুমিল্লা (দক্ষিণ), ২২ নভেম্বর, ২০২১ (বাসস) : জেলার হাট-বাজারে শীতকালীন শাক-সবজির সরবরাহ বেড়েছে। ফলে দামও কমতে শুরু করেছে। সোমবার সরেজমিনে কুমিল্লার বিভিন্ন সবজি বাজার ঘুরে দেখা গেছে, বাজারে শীতের আগাম শাক-সবজি চলে আসায় সবজির দাম নাগালের মধ্যেই রয়েছে। নগরের বাজারগুলোতে মূলাশাক, লাউশাক, লালশাক, শসা, লাউ, ফুলকপি, বাঁধাকপি, শিম, টমেটো, মূলাসহ আরও বিভিন্ন ধরনের সবজি উঠেছে। প্রতি কেজি লাল শিম বিক্রি হচ্ছে ৫০-৬০ টাকা দরে। আর সবুজ শিম বিক্রি হচ্ছে ৮০ টাকায়। টমোটো গত সপ্তাহে ৮০-৯০ টাকায় বিক্রি হলেও সোমবার ৭০-৭৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এছাড়া বাঁধাকপির কেজি ৩৫ টাকা, ফুলকপি প্রতি কেজি ৫০-৬০ টাকা এবং মূলা ৩০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। মাঝারি আকারের প্রতিটি লাউ ৫০ টাকা এবং লালশাক, মূলাশাক, লাউশাক আটি প্রতি দশ টাকা দরে বিক্রি হচ্ছে। পাশাপাশি প্রতি কেজি পেঁপে ২০ টাকা, চিচিঙ্গা ৩৫ টাকা, ঢেঁড়স, বরবটি, ঝিঙা ৫০ টাকা এবং কাঁচা কলা প্রতি হালি ৩৫ টাকা দরে বিক্রি হচ্ছে।
সবজি বিক্রেতা মনির হোসেন বাসসকে বলেন, বাজারে শীতের সবজির সরবরাহ বেশি থাকায় দাম কমেছে। নতুন সবজির প্রতি ক্রেতাদেরও চাহিদা বেশি। তাই বিক্রি ভালোই হচ্ছে।
কুমিল্লার রানীর বাজারে আসা ময়নাল হোসেন বলেন, শীতের শাক-সবজি বাজারে পর্যাপ্ত থাকায় দাম নাগালের মধ্যেই রয়েছে।
 

  • সর্বশেষ
  • জনপ্রিয়