বাসস
  ১৩ নভেম্বর ২০২১, ১৩:৪১

নওগাঁয় অপ্রধান শস্য উৎপাদন বিষয়ক প্রশিক্ষণ

নওগাঁ, ১৩ নভেম্বর, ২০২১ (বাসস) : জেলায় বিআরডিবি’র উদ্যোগে অপ্রধান শস্য উৎপাদন বিষয়ক তিনদিনব্যপী কৃষকদের প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়েছে। 
মুজিববর্ষ উপলক্ষে “দারিদ্র বিমোচনের লক্ষ্যে পুষ্টি সমৃদ্ধ উচ্চ মূল্যের অপ্রধান শস্য উৎপাদন ও বাজারজাতকরণ” কর্মসূচির আওতায় এই প্রশিক্ষণ আয়োজন করা হয়। 
শনিবার বেলা ১১টায় সরকারের অতিরিক্ত সচিব ও আইএমইডি’র মহাপরিচালক  এস এম হামিদুল হক উপজেলা বিআরডিবি মিলনায়তনে এই প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন। 
বিআরডিবি নওগাঁ সদর উপজেলা আয়োজিত প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলার উপ-পরিচালক মো. খাদেমুল বাশার। 
উদ্বোধনী অনুষ্ঠানে পিআরডিবি-৩ প্রকল্প পরিচালক তপন কুমার, অপ্রধান শস্য কর্মসূচির উপ-প্রকল্প পরিচালক মোঃ আব্দুর রশিদ, সদর উপজেলা নির্বাহী অফিসার মীর্জা ইমাম উদ্দিন, সদর উপজেলা বিআরডিবি কর্মকর্তা মোহা. রোকনুজ্জামানসহ  বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। 
প্রশিক্ষণে বিআরডিবি’র ৪০ জন সদস্য কৃষক-কৃষাণি অংশগ্রহণ করেন। তাদের মধ্যে বিনামুল্যে পিঁয়াজ ও সরিষার বীজ বিতরণ করা হয়। 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়