বাসস
  ১৭ অক্টোবর ২০২১, ১৯:৫১

ঢাকা বিশ্ববিদ্যালয়ে সশরীরে পাঠদান ও পরীক্ষা কার্যক্রম শুরু

ঢাকা, ১৭ অক্টোবর,২০২১ (বাসস) : কোভিড-১৯ উদ্ভূত পরিস্থিতিতে দীর্ঘদিন বন্ধ থাকার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে সশরীরে পাঠদান ও পরীক্ষা কার্যক্রম শুরু হয়েছে। এ উপলক্ষে আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান কলাভবনের বিভিন্ন শ্রেণিকক্ষ ও পরীক্ষা কক্ষ পরিদর্শন করেন। 
কলা অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক ড.সৈয়দ আজিজুল হক, ঢাকা বিশ^বিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. নিজামুল হক ভূইয়া এবং প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানী উপস্থিত ছিলেন। 
ঢাকা বিশ^বিদ্যালয়ের শতভাগ শিক্ষার্থী কোভিড-১৯ এর অন্তত: ১ ডোজ টিকা গ্রহণ করেছে উল্লেখ করে উপাচার্য বলেন,সশরীরে পাঠদান ও পরীক্ষার মাধ্যমে বিশ^বিদ্যালয়ের স্বাভাবিক শিক্ষা কার্যক্রম শুরু হল। 
শিক্ষার্থীদের পড়াশোনার ক্ষতি পুষিয়ে নিতে ইতোপূর্বে একাডেমিক কাউন্সিল প্রণীত ‘ লস রিকভারী প্ল্যান ’ অনুসৃত হবে তিনি জানান। এসময় স্বাস্থ্যবিধি মেনে এবং শারীরিক ও সামাজিক দূরত্ব বজায় রেখে শিক্ষার্থীরা শ্রেণিকক্ষে উপস্থিত হওয়ায় উপাচার্য অধ্যাপক ড. মো.আখতারুজ্জামান সন্তোষ প্রকাশ করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়