শিরোনাম
সাভার, ২ আগস্ট, ২০২৪ (বাসস): সারাদেশে বিএনপি-জামায়াতের সন্ত্রাস ও নৈরাজ্যর প্রতিবাদে সাভারে বিক্ষোভ মিছিল করেছে আওয়ামী লীগ।
শুক্রবার দুপুরে জুম্মার নামাজের পর উপজেলা পরিষদ চত্বর থেকে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীবের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের করেন দলীয় নেতা-কর্মীরা।
মিছিলটি ঢাকা-আরিচা মহাসড়ক প্রদক্ষিণ করে সাভার বাজার বাসষ্ট্যান্ডে গিয়ে শেষ হয়।
বিক্ষোভ মিছিল শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে উপজেলা চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব বলেন, সারাদেশে বিএনপি-জামায়াত সন্ত্রাস করে দেশের মানুষের উপর হামলা করছে। সাভারবাসীকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে এসময় তিনি বলেন, দেশ আজ উন্নয়নের রোল মডেল বলেই তারা আজ দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে।
বিক্ষোভ মিছিলে সাভার পৌর মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি আব্দুল গণি, তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ফখরুল আলম সমর, ভাকুর্তা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লিয়াকত হোসেন, আশুলিয়া থানা আওয়ামী লীগের সভাপতি ফারুক হাসান তুহিন, ঢাকা জেলা উত্তর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সায়েম মোল্ল্যাসহ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা এসময় উপস্থিত ছিলেন।