বাসস
  ২২ সেপ্টেম্বর ২০২১, ১০:৫৮

দাউদকান্দিতে করোনায় ক্ষতিগ্রস্তদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

কুমিল্লা (দক্ষিণ), ২২ সেপ্টেম্বর, ২০২১ (বাসস) : জেলার দাউদকান্দিতে করোনায় ক্ষতিগ্রস্ত ১ হাজার অসহায় হতদরিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় কমিটির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আব্দুস সবুর। আজ বুধবার সকাল সাড়ে ৯টায় উপজেলার কদমতলী গ্রামে ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউট বাংলাদেশ ও এনডব্লিউপিজিসিএল যৌথ উদ্যোগে করোনায় ক্ষতিগ্রস্ত ১ হাজার অসহায় হতদরিদ্র পরিবারের মাঝে চাল, ডাল, আলু, তেলসহ নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়।
এ বিষয়ে ইঞ্জিনিয়ার আব্দুস সবুর বাসসকে বলেন, করোনা ভীতি কমে গেলেও, কমেনি করোনার প্রকোপ। তাই তিনি সবাইকে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে চলার উপর গুরুত্বারোপ করেন। অসহায়দের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার জন্য সবার প্রতি আহবান জানান তিনি।
এ সময় উপস্থিত ছিলেন, আইইবি’র ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার মো. নূরুজ্জামান, আইইবি’র সহকারী সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মো. আবুল কালাম হাজারী, আইইবি’র  সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মো. শাহাদাৎ হোসেন শীবলু, আইইবি’র ভাইস প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার খন্দকার মনজুর মোর্শেদ, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি প্রফেসর আবদুল মান্নান জয়, বশিরুল আলম মিয়াজী প্রমুখ।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়