বাসস
  ১৭ সেপ্টেম্বর ২০২১, ১২:১২

হোমনায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বীজ ও সার বিতরণ

কুমিল্লা (দক্ষিণ),  ১৭ সেপ্টেম্বর, ২০২১ (বাসস) : জেলার হোমনায় ৩০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে নাবী পাট বীজ, সার বিতরণ  ও নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে। 
উপজেলা কৃষি সম্প্রসারণের আয়োজনে আজ সকাল ১০টায় উপজেলা পরিষদের মাঠে বীজ, সার এবং নগদ টাকা উপজেলা চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মহাসিন সরকার কৃষকের মাঝে বিতরণ করেন। 
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুমন দে, সহকারী কমিশনার (ভূমি) মো. মিজানুর রহমান, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. মোতাহের হোসেন, খাদ্য পরিদর্শক আবদুর রহিম মিজি প্রমুখ। 
উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. মোতাহের হোসেন বাসসকে জানান, উপজেলার ৩০ জন কৃষককের প্রত্যেককে ইউরিয়া ১০ কেজি, এমওপি ১০ কেজি, নাবী পাট বীজ আধা কেজি, জেএপি ১০ কেজি ও নগদ সহায়তা ২ হাজার ৬৩০ টাকা দেয়া হয়েছে।
 

  • সর্বশেষ
  • জনপ্রিয়