বাসস
  ১৫ সেপ্টেম্বর ২০২১, ২০:৪৩

গোপালগঞ্জের মুকসুদপুরে কৃষি কর্মকর্তাদের কমলা বাগান পরিদর্শন

গোপালগঞ্জ, ১৫ সেপ্টেম্বর ২০২১ (বাসস): জেলার মুকসুদপুর উপজেলায় আজ কমলা বাগান পরিদর্শন করেছেন কৃষি কর্মকর্তারা।
আজ বুধবার বিকালে জেলার মুকসুদপুর উপজেলায় কমলাচাষী হায়দার হোসেন-এর কমলা বাগান পরিদর্শন করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. অরবিন্দ কুমার রায়।
এসময় জেলা কৃষি সম্প্রসারন অফিসের প্রশিক্ষণ কর্মকর্তা আবদুল কাদের সরদার, মুকসুদপুর উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ মনিরুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন।
কৃষি কর্মকর্তারা কমলা চাষের সম্প্রসারন এবং কয়েকটি গাছে ফুল ও ফল দেখে সন্তোষ প্রকাশ করেন। একবছর চারমাস বয়সী কমলাগাছে ফুল ও ফল আসায় সন্তোষ প্রকাশ করে তারা এ সমতল ভূমিতে সুমিষ্ট কমলার ফলন হবে বলে আশা প্রকাশ করেন।
উল্লেখ্য, গোপালগঞ্জের সাংবাদিক হায়দার হোসেন তার বাড়ির পাশে ৭৫ শতক জমিতে ২০২০ সালের মে মাসে তিনশ’টি কমলার চারা রোপন করেন। এর মধ্যে দুইশ’টি চায়না মিষ্টি কমলা এবং একশ’টি দার্জিলিং বড় কমলার চারা। কৃষি বিভাগের সার্বিক পরামর্শে কমলা গাছগুলো নিবিড় পরিচর্যায় রয়েছে। আগামী মৌসুমে ৭০ থেকে ৮০ ভাগ গাছে পর্যাপ্ত ফল আসবে বলে আশা করা যাচ্ছে।
এদিন, কৃষি কর্মকর্তারা উপজেলায় কমলাবাগানের পরে উফশী জাতের আমন এবং রিপন মহসিনের পেয়ারা বাগান পরিদর্শন করেন। 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়