বাসস
  ০৩ ডিসেম্বর ২০২২, ২০:১৪

কঙ্গোয় গণহত্যার ঘটনায় তিনদিনের শোক  

কিনশাসা, ৩ ডিসেম্বর, ২০২২ (বাসস ডেস্ক) : কঙ্গোর পূর্বাঞ্চলে বেসামরিক নাগরিকদের  গণহত্যার ঘটনায় শনিবার দেশটিতে তিন দিনের জাতীয়  শোক কর্মসূচী শুরু হয়েছে।  গণহত্যায় শতাধিক লোক নিহত হয়েছে বলে সরকারি সূত্রে দাবি করা হযেছে। 
সরকার এম২৩ মিলিশিয়ার বিরুদ্ধে বৃহস্পতিবার দেশটির গোমা নগরীর প্রায় ৭০ কিলোমিটার উত্তরে  গ্রাম কিশিশে ৫০ জনকে হত্যা করার অভিযোগ করেছে। এম-২৩ মিলিশিয়ার সাথে সরকারের এক মাসব্যাপী দ্বন্দ্ব চলছে।
তবে এম২৩ মিলিশিয়া এসব অভিযোগ ‘ভিত্তিহীন’ উল্লেখ করে বেসামরিক মানুষকে লক্ষ্য করে হামলার কথা অস্বীকার করেছে।
সরকারি মুখপাত্র প্যাট্রিক মুয়ায়া বলেছেন, শুক্রবার মন্ত্রী পরিষদের বৈঠকে ডিআরসি-এর প্রেসিডেন্ট ফেলিক্স শিসেকেদি কিশিশে স্বদেশী গণহত্যার কঠোর ভাষায়  নিন্দা করেছেন। তিনি  আরো জানান, শিসেকেদি তিন দিনের জাতীয় শোক ঘোষণা করার জন্য সরকারকে নির্দেশ দিয়েছেন। এ সময় সারা  দেশে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে।
মুয়ায়া বলেন, সোমবার ক্ষতিস্থদের সহায়তার জন্য একটি টেলিভিশন তহবিল সংগ্রহ ইভেন্টের মাধ্যমে শোক সমাপ্ত হবে।
গণহত্যার প্রতিবেদন প্রকাশের পর একটি স্বাধীন তদন্তের আহ্বান জানানো হয়েছে। মুয়ায়া বলেন, প্রেসিডেন্ট বিচারমন্ত্রীকে অবিলম্বে একটি অভ্যন্তরীণ তদন্ত শুরু করতে বলেছেন এবং একই সাথে এই যুদ্ধাপরাধের বিষয়ে আন্তর্জাতিক তদন্তের জন্য কাজ করার আহ্বান জানিয়েছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়