বাসস
  ৩০ সেপ্টেম্বর ২০২২, ১২:৫২

রাশিয়ার অন্তর্ভূক্তরণের ‘আধুনিক বিশ্বে কোন স্থান নেই’ : জাতিসংঘ

জাতিসংঘ (যুক্তরাষ্ট্র), ৩০ সেপ্টেম্বর, ২০২২ (বাসস ডেস্ক) : জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস ইউক্রেনের দখল করে নেওয়া কয়েকটি অঞ্চল রাশিয়ার অন্তর্ভূক্তকরণের ঘোষণা দেওয়ার মস্কোর পরিকল্পনার বৃহস্পতিবার নিন্দা জানিয়ে এটিকে ‘একটি চরম উত্তেজনা বৃদ্ধিমূলক কর্মকা-’ হিসেবে অভিহিত করেন যার ‘আধুনিক বিশ্বে কোন স্থান নেই।’ খবর এএফপি’র।
এক বিবৃতিতে গুতেরেস বলেন, ‘ইউক্রেনের দনেৎস্ক, খেরসন ও জাপোরিজঝিয়া অঞ্চলকে অন্তর্ভূক্তকরণের যেকোন সিদ্ধান্ত অবৈধ এবং নিন্দনীয় হবে।
‘এটি অবশ্যই মেনে নেওয়া হবে না।’
এর আগে রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানান, শুক্রবার ক্রেমলিনে একটি অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে এ চারটি অঞ্চলকে রাশিয়ার সঙ্গে অন্তর্ভূক্ত করা হবে। এগুলোর অনেক এলাকা রাশিয়ার বাহিনী দখল করে নিয়েছে।
গুতেরেস বলেন, শক্তি প্রয়োগের মাধ্যমে ইউক্রেনের কোন ভূখ-ের যেকোন অন্তর্ভূক্তি জাতিসংঘ সনদ ও আন্তর্জাতিক আইনের লঙ্ঘন।
তিনি আগ্রাসন চালিয়ে দখল করে নেওয়া অঞ্চলগুলোতে রাশিয়ার প্রহসনের গণভোট অনুষ্ঠানের কঠোর সমালোচনা করেন।
তিনি আরও বলেন, রাশিয়া ফেডারেশনের এ সনদের প্রতি সম্মান জানানোর বাধ্যবাধকতা রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়