বাসস
  ২৯ সেপ্টেম্বর ২০২২, ১৫:০৫

ইরানের বিক্ষোভের সমর্থনে নারীদের সমাবেশ বানচালে ফাঁকা আকাশে গুলি তালেবান বাহিনীর

কাবুল, ২৯ সেপ্টেম্বর, ২০২২ (বাসস ডেস্ক) : ইরানের নৈতিকতা পুলিশের হেফাজতে এক নারীর মৃত্যুকে কেন্দ্র করে ছড়িয়ে পড়া বিক্ষোভের সমর্থনে আফগানিস্তানে বৃহস্পতিবার নারীদের আয়োজিত একটি সমাবেশ বানচাল করতে তালেবান বাহিনী ফাঁকা আকাশ অভিমুখে গুলি ছুড়ে। খবর এএফপি’র।
এএফপি’র এক সংবাদদাতা জানান, কাবুলে ইরান দূতাবাসের সামনে আফগানিস্তানের প্রায় ২৫ নারী এ বিক্ষোভ-সমাবেশে অংশগ্রহণ করেন। এ সময় তাদেরকে ইরানের প্রতিবাদ বিক্ষোভে ব্যবহার করা একই ধরনের শ্লোগান দিতে দেখা যায়। তারা চিৎকার করে বলতে থাকে ‘নারী, জীবন, স্বাধীনতা! পরে তালেবান বাহিনী আকাশে গুলি ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়