বাসস
  ১৮ আগস্ট ২০২২, ১২:৪৬
আপডেট  : ১৮ আগস্ট ২০২২, ১৩:৫২

কাবুলে মসজিদে বোমা বিস্ফোরণে ২১ জন নিহত

কাবুল, ১৮ আগস্ট, ২০২২ (বাসস ডেস্ক) : আফগান রাজধানী কাবুলে একটি মসজিদে বুধবার মাগরিবের নামাজের সময় শক্তিশালী বোমা বিস্ফোরণে কমপক্ষে ২১ জন নিহত হয়েছেন। হাসপাতাল সূত্র ও কর্মকর্তারা এ কথা জানিয়েছেন। খবর এএফপি’র।
ইতালীয় বেসরকারি সংগঠন (এনজিও) ইমার্জেন্সি জানায়, এ হামলার শিকার ২৭ জনকে তাদের হাসপাতালে আনা হয়েছে। এদের মধ্যে ২১টি লাশ রয়েছে। সংগঠনটি কাবুলের একটি হাসপাতাল পরিচালনা করে।
তারা ই-মেইলে এএফপি’কে জানায়, ‘আমরা ২১ জনের মৃত্যু রেকর্ড করেছি। মসজিদে বোমা বিস্ফোরণের পর আমাদের হাসপাতালে আনা অধিকাংশ রোগির শরীরে বোমার স্পিন্টারের আঘাত রয়েছে এবং অনেকের শরীর ঝলসে গেছে।’
তালেবান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ এ বিস্ফোরণে হতাহতের খবর নিশ্চিত করেন। তবে এতে কতজন হতাহত হয়েছে সে ব্যাপারে তিনি সুনির্দিষ্ট করে কিছু বলেননি।
টুইটার বার্তায় তিনি বলেন, ‘বেসামরিক নাগরিকদের হত্যাকারিদের কুকর্মের জন্য শিগগিরই আইনের কাঠগড়ায় দাঁড় করানো হবে।’
তালেবানের এক শীর্ষ ধর্মীয় নেতা কাবুলে তার মাদ্রাসায় আত্মঘাতী বোমা হামলায় নিহত হওয়ার প্রায় এক সপ্তাহ পর বুধবারের এ বিস্ফোরণ ঘটানো হলো।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়