BSS-BNhrch_cat_news-24-5
বাসস
  ০৯ আগস্ট ২০২২, ২০:০৪

মালির উত্তরাঞ্চলে সন্দেহভাজন জিহাদিদের হামলায় ১৭ সৈন্য ও ৪ বেসামরিক নাগরিক নিহত

বামাকো, ৯ আগস্ট, ২০২২ (বাসস ডেস্ক) : মালি, বুরকিনা ফাসো ও নাইজারের মধ্যে কৌশলগত দিক থেকে গুরুত্বপূর্ণ সীমান্ত জোনে রোববার সন্দেহভাজন জিহাদিদের হামলায় কমপক্ষে ১৭ সৈন্য ও চার বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। মালির সামরিক বাহিনী এ কথা জানিয়েছে। খবর এএফপি’র।
সোমবার রাতে সেনাবাহিনী জানায়, সেখানে এই ভয়াবহ হামলায় আরও ২২ সৈন্য আহত হয়। এ ঘটনায় এখনো নয় সৈন্য নিখোঁজ রয়েছেন।
তারা জানায়, এতে মৃতের সংখ্যা বেড়ে যেতে পারে।
এর আগে রোববার রাতে দেয়া এক ঘোষণায় সেনাবাহিনী ওই সীমান্তে চালানো এ হামলার ঘটনায় ‘সন্ত্রাসীদের’ দায়ী করেন। এ সময় তারা সন্ত্রাসী বুঝাতে জিহাদিদের নাম ব্যবহার করে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়