বাসস
  ২০ মে ২০২২, ১০:৫১

রাশিয়া থেকে এস-৪০০ ও ইজকান্দার ক্ষেপণাস্ত্র ক্রয় বেলারুশের

মস্কো, ২০ মে, ২০২২ (বাসস ডেস্ক) : বেলারুশের শক্তিশালী নেতা আলেকজান্ডার লুকাশেনকো বৃহস্পতিবার বলেছেন, তার দেশ রাশিয়ার কাছ থেকে পরমাণু অস্ত্র বহনে সক্ষম ইজকান্দার ক্ষেপণাস্ত্র এবং এস-৪০০ বিমান বিধ্বংসী  অ্যান্টি-মিসাইল সিস্টেম কিনেছে। খবর এএফপি’র।
ইউক্রেনে রাশিয়ার সামরিক আগ্রাসনের ৮৫তম দিনে এমন ঘোষণা দেয়া হলো। দেশটিতে যুদ্ধে ইতোমধ্যে কয়েক হাজার মানুষ নিহত হয়েছে।
মস্কোর প্রধান মিত্র দেশ বেলারুশ ইউক্রেন সীমান্তবর্তী দেশটির একটি গুরুত্বপূর্ণ ঘাঁটি রাশিয়ার সৈন্যদের ব্যবহার করার অনুমতি দিয়েছে।
বেলারুশের প্রেসিডেন্টের বাসভবনের টেলিগ্রাম চ্যানেল পরিবেশিত বক্তব্যে লুকাশেনকো বলেন, ‘আমরা রুশ প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনের সাথে এ ব্যাপারে একটি চুক্তি করেছি।’
এ ব্যাপারে কিছু তথ্য দিয়ে তিনি বলেন, বেলারুশ কর্তৃপক্ষ সামরিক বাহিনীর জন্য প্রয়োজনীয় যত বেশি সম্ভব ইজকান্ডার ক্ষেপণাস্ত্র ও এস-৪০০ সিস্টেম ক্রয় করেছে।
লুকাশেনকো বলেন, ‘এ ধরনের অস্ত্র একেবারে আলাদা।’
এ মাসের গোড়ার দিকে লুকাশেনকো ইউক্রেনে রাশিয়ার সাথে যুদ্ধে ফ্যাসিবাদী আদর্শকে সমর্থন করায় পশ্চিমা বিশ্বকে দায়ী করে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়