বাসস
  ২৮ সেপ্টেম্বর ২০২১, ১৫:৫০

জাতিসংঘে উ. কোরিয়া : অস্ত্রের পরীক্ষা চালানোর অধিকার তাদের রয়েছে

জাতিসংঘ (যুক্তরাষ্ট্র), ২৮ সেপ্টেম্বর, ২০২১ (বাসস ডেস্ক) : জাতিসংঘে নিযুক্ত উত্তর কোরিয়ার রাষ্ট্রদূত সোমবার সাধারণ পরিষদের অধিবেশনে বলেন, পরমাণু ক্ষমতাধর এ দেশের অস্ত্র পরীক্ষা চালানোর অধিকার কেউ অগ্রাহ্য করতে পারে না। খবর এএফপি’র।
উত্তর কোরিয়া তাদের পূর্ব উপকূলের সাগর অভিমুখে একটি ‘অজ্ঞাতনামা ক্ষেপণাস্ত্রের’ পরীক্ষা  চালিয়েছে সিউলের সামরিক বাহিনী এমন কথা  জানানোর পরপরই নিউইয়র্কে এ বিশ্ব সংস্থার সদরদপ্তরে কিম সং’স এমন মন্তব্য করেন।
দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের কথা উল্লেখ করে কিম বলেন,  ‘ডিপিআরকে’র আত্ম-রক্ষার অধিকার কেউ অগ্রাহ্য করতে পারে না।’
তিনি আরো বলেন, ‘আমরা দেশের নিরাপত্তা ও শান্তির নির্ভরযোগ্য বেষ্টনী এবং নিজেদের রক্ষায় আমাদের জাতীয় প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তুলছি মাত্র।’
উত্তর কোরিয়া জাতিসংঘ  প্রস্তাব অমান্য করে নিষিদ্ধ ঘোষিত পরমাণু অস্ত্র ও ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানোয় পিয়ংইয়ং বহুবিধ আন্তর্জাতিক নিষেধাজ্ঞার আওতায় রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়