বাসস
  ২৮ সেপ্টেম্বর ২০২১, ১৫:২৬

জাতিসংঘ সাধারণ পরিষদের আলোচনা থেকে আফগান দূত প্রত্যাহার

জাতিসংঘ (যুক্তরাষ্ট্র), ২৮ সেপ্টম্বর, ২০২১ (বাসস ডেস্ক) : জাতিসংঘে নিযুক্ত আফগানিস্তানের রাষ্ট্রদূতকে প্রত্যাহার করে নেয়া হয়েছে। সোমবার দিনের শেষ ভাগে তার  জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বিশ্ব নেতাদের উদ্দেশ্যে ভাষণ দেয়ার কথা ছিল। জাতিসংঘ মুখপাত্র এ কথা জানান । খবর এএফপি’র।
এক বক্তব্যে তালেবানের বিরোধিতা করার কারণে গুলাম ইসাকজাইয়ের নাম রোববার দিবাগত মধ্যরাতের পর বক্তাদের নামের  তালিকা থেকে প্রত্যাহার করে নেয়া হয়েছে। তিনি আফগানিস্তানের ক্ষমতাচ্যূত প্রেসিডেন্ট আশরাফ গনির সরকারের প্রতিনিধিত্ব করেন।
সাধারণ পরিষদের প্রেসিডেন্টের মুখপাত্র মনিকা গ্রালি এএফপি’কে বলেন, ‘দেশটি সাধারণ পরিষদের অধিবেশনের সাধারণ আলোচনা থেকে তাদের অংশগ্রহণ প্রত্যাহার করে নিয়েছে।’
 

  • সর্বশেষ
  • জনপ্রিয়