বাসস
  ২৯ সেপ্টেম্বর ২০২২, ১৮:২৯

ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৫০৬ হাসপাতালে ভর্তি

ঢাকা, ২৯ সেপ্টেম্বর, ২০২২ (বাসস) : গত ২৪ ঘন্টায় রাজধানী  ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ডেঙ্গু আক্রান্ত  হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৫০৬ জন। এরমধ্যে ঢাকায় ৩৬৭ এবং ঢাকায় বাইরে বিভিন্ন হাসপাতালে ১৩৯ জন ভর্তি হয়েছে। 
আজ স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সী অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এতে বলা হয়, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ১ হাজার ৮৭৪ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছে। ঢাকার ৫০টি সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ১ হাজার ৪২৭ এবং অন্যান্য বিভাগে ভর্তি রয়েছে ৪৪৭ জন রোগী।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, চলতি বছরের এ পর্যন্ত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মারা গেছে ৫৫ জন। আক্রান্ত হয়ে সারাদেশে ১৫ হাজার ৮৫২ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে ঢাকায় ১২ হাজার ১৩১ এবং আর ঢাকার বাইরে ৩ হাজার ৭২১ জন। 
অন্যদিকে, চিকিৎসা শেষে হাসপাতাল থেকে সুস্থ হয়েছেন ১৩ হাজার ৯২৩ জন। এর মধ্যে ঢাকায় ১০ হাজার ৬৭৭ এবং ঢাকার বাইরে বিভিন্ন স্থানে ৩ হাজার ২৪২ জন।
 

  • সর্বশেষ
  • জনপ্রিয়