বাসস
  ২৬ সেপ্টেম্বর ২০২২, ২০:৩৯

দেশে ২৪ ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ৪৮২ জন 

ঢাকা, ২৬ সেপ্টেম্বর, ২০২২ (বাসস) : গত ২৪ ঘন্টায় রাজধানী  ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ডেঙ্গু আক্রান্ত  হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৪৮২ জন। এরমধ্যে ঢাকায় ৩২৮ এবং ঢাকায় বাইরের হাসপাতালে ভর্তি  হয়েছে ১৫৪ জন। 
আজ স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সী অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ১ হাজার ৬৯২ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছে। ঢাকার ৫০টি সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ১ হাজার ২৯৪ এবং অন্যান্য বিভাগে ভর্তি রয়েছে ৩৯৮ জন রোগী।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, চলতি বছরের এ পর্যন্ত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মারা গেছে ৫৩ জন। আক্রান্ত হয়ে সারাদেশে ১৪ হাজার ৩৬২ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে ঢাকায় ১১ হাজার ৭১ এবং আর ঢাকার বাইরে ৩ হাজার ২৯১ জন। 
অন্যদিকে, চিকিৎসা নিয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে ১২ হাজার ৬১৭  জন। এর মধ্যে ঢাকায় ৯ হাজার ৭৫১ এবং ঢাকার বাইরে বিভিন্ন স্থানে ২ হাজার  ৮৬৬ জন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়