বাসস
  ২৪ জানুয়ারি ২০২২, ১৯:০৬

বিএসএমএমইউ ইউরোলজি বিভাগে বন্ধ লেজার অপারেশন মেশিন পুনরায় চালু 

ঢাকা, ২৪ জানুয়ারি, ২০২২ (বাসস) : বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ইউরোলজি বিভাগে দীর্ঘদিন ধরে বন্ধ থাকা লেজারের মাধ্যমে অপারেশন মেশিন পুনরায় চালু করা হয়েছে। এরফলে এখন থেকে রোগীদের কিডনী ও মূত্রনালীর পাথর লেজারের মাধ্যমে অপসারণ করা সম্ভব হবে।
বিএসএমএমইউ উপাচার্য অধ্যাপক ডা. মো: শারফুদ্দিন আহমেদের সার্বিক সহায়তায় রোগীদের কষ্ট লাঘবে আজ লেজার মেশিনটি পুনরায় চালু করা সম্ভব হয়েছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
ইউরোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মো: ফারুক হোসেন জানান, তিন বছর ধরে ইউরোলজি বিভাগের লেজার মেশিনটি বন্ধ ছিল। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়