বাসস
  ১৫ অক্টোবর ২০২১, ১৩:১৭
আপডেট  : ১৫ অক্টোবর ২০২১, ১৩:২৩

কুমিল্লার বরুড়ায় পুজামন্ডপে ৩ শতাধিক রোগীকে ফ্রি চিকিৎসাসেবা

কুমিল্লা (দক্ষিণ), ১৫ অক্টোবর, ২০২১ (বাসস) : জেলার বরুড়া উপজেলা রাজাপুর গ্রামে রাধা গোবিন্দ মন্দিরে শারদীয় দূর্গাপুজা উপলক্ষে আজ সকাল ১০টায় গরীব অসহায় ৩ শতাধিক রোগীকে ফ্রি চিকিৎসাপত্র ও ওষুধ প্রদান করা হয়।
সড়ক ও জনপদ মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব মনিন্দ্র কিশোর মজুমদারের উদ্যোগে প্রতি বছরের মতো এবারও দূর্গাপুজায় এই চিকিৎসাসেবা প্রদান করা হয়।
এই সময়ে উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী অফিসার মো. আনিসুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. কামাল হোসেন, ভবানীপুর ইউনিয়ন চেয়ারম্যান সৈয়দ রেজাউল হক রেজু, ওরাই আপনজন সংগঠনের সভাপতি মো. ইলিয়াছ আহমদ প্রমুখ।
মনিন্দ্র কিশোর মজুমদার বাসসকে জানান, পুজা করতে আমাদের কোন সমস্যা নেই। সকলের আন্তরিকতা ভালোবাসা আমাদের মাঝে আছে। সম্প্রীতির উদাহারণ আমাদের রাজাপুর গ্রাম।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়