বাসস
  ১০ অক্টোবর ২০২১, ১৯:৪৫

২৪ ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে নতুন রোগী ভর্তি ২১১ জন

ঢাকা, ১০ অক্টোবর, ২০২১ (বাসস) : গত ২৪ ঘন্টায় ঢাকাসহ দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে  নতুন রোগী ভর্তি হয়েছে ২১১ জন।
এর মধ্যে  গত ২৪ ঘন্টায়  রাজধানী  ঢাকায় ১৬৪  জন  এবং অন্যান্য বিভাগে নতুন ভর্তি হয়েছে ৪৭ জন।
বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ভর্তি রোগী ৯৬৭ জন। 
চলতি বছরে আজ ১০ অক্টোবর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে মোট ভর্তি হয়েছে ২০ হাজার ১২৯ জন।
আজ স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সী অপারেশন সেন্টার ও কনট্রোল রুম থেকে (গতকাল সকাল ৮ টা থেকে আজ সকাল ৮ টা পর্যন্ত) পাঠানো ডেঙ্গু রোগীর সর্বশেষ এতথ্য জানানো হয়েছে।
এতে জানানো হয়, চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত রোগীরা চিকিৎসা শেষে হাসপাতাল থেকে সেবা নিয়ে বাড়ি ফিরেছে ১৯ হাজার ৮৬ জন।
এরমধ্যে ঢাকার সরকারি ও বেসরকারি ৪৬ টি হাসপাতালে ৭৯৫ জন এবং অন্যান্য বিভাগের হাসপাতালগুলোতে ১৭২ জন ভর্তি রয়েছে। এই সময়ে মোট মৃত্যুর সংখ্যা ৭৬ জন। 
 

  • সর্বশেষ
  • জনপ্রিয়