বাসস
  ০৫ সেপ্টেম্বর ২০২২, ১০:৫৭

গোপালগঞ্জে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সংগীত প্রশিক্ষণ

টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ), ৫ সেপ্টেম্বর, ২০২২ (বাসস) : বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট  গোপালগঞ্জে  আজ ২মাস ব্যাপী বিনামূল্যে সংগীত প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করেছে।
সকালে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের গোপালগঞ্জ জেলা শাখা  কার্যালয়ে এ কর্মশালার উদ্বোধন করেন সংগঠনের  জেলা সভাপতি গাজী মুস্তাফিজুর রহমান দিপু।
উদ্বোধনী অনুষ্ঠানে সংগঠনের  সাধারণ সম্পাদক এ্যাড. মাহাবুবুর রহমান, সহ-সভাপতি মনোজ কুমার সাহা, শফিকুল ইসলাম চৌধুরী টুটুল, বিউটি বিশ্বাস, প্রশিক্ষক বিদুৎ বালা, শিলা কর্মকার, সাংস্কৃতিক কর্মী বিধান চন্দ্র মন্ডল, সংগঠনের নাট্য বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান আসাদ বক্তব্য রাখেন।
 বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট  গোপালগঞ্জ জেলা শাখার  সভাপতি গাজী মুস্তাফিজুর রহমান দিপু  বলেন, সংগীত প্রশিক্ষণে গোপালগঞ্জের ২০ জন শিক্ষার্থী অংশ গ্রহণকরেছে। সপ্তাহে ৩ দিন এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হবে। ২০ জনের বাইরে আগ্রহী কোন শিক্ষার্থী থাকলে তাদেরও এ প্রশিক্ষণের আওতায় আনা হবে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়