মুক্তিযুদ্ধে অবদানের জন্য সৈয়দ হাসান ইমামকে বিইউবিটি’র স্বর্ণপদক প্রদান

712

ঢাকা, ২৬ মার্চ, ২০১৯ (বাসস) : মুক্তিযুদ্ধে বিশেষ অবদানের জন্য বিশিষ্ট মুক্তিযোদ্ধা ও নাট্য ব্যক্তিত্ব সৈয়দ হাসান ইমামকে বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস এন্ড টেকনোলজির (বিইউবিটি) পক্ষ থেকে স্বর্ণপদক প্রদান করা হয়েছে।
বিইউবিটি রূপনগরস্থ (মিরপুর) স্থায়ী ক্যাম্পাসের হলরুমে আজ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সৈয়দ হাসান ইমামকে এ স্বর্ণপদক প্রদান করা হয়।
বিইউবিটি’র উপাচার্য অধ্যাপক মো. আবু সালহের হাত থেকে স্বর্ণপদক গ্রহণের পর প্রধান অতিথির বক্তব্যে সৈয়দ হাসান ইমাম মহান মুক্তিযুদ্ধে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিচক্ষণ নেতৃত্বের কথা স্মরণ করে বলেন, ‘মুক্তিযুদ্ধের চেতনা ছিল শান্তি ও সমতাভিত্তিক বাংলাদেশ গড়ার চেতনা।’
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিইউবিটি ট্রাস্টের সাবেক চেয়ারম্যান এ এফ এম সরওয়ার কামাল।
বিইউবিটির উপাচার্য অধ্যাপক মো. আবু সালেহ সভাপতির বক্তব্যে মুক্তিযুদ্ধের ইতিহাস বর্ণনা করেন।
স্বাগত বক্তব্য রাখেন ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক মিঞা লুৎফার রহমান। মুক্তিযুদ্ধে সাংবাদিক ও গণমাধ্যমের ভূমিকা উপস্থাপন করেন কলা ও মানবিক অনুষদের ডিন অধ্যাপক সৈয়দ আনোয়ারুল হক।