বাসস ক্রীড়া-১৫ (লিড) : কাল যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করবেন আগরতলা ম্যারাথনের পিস ব্যাটন প্রতিনিধি দল

303

বাসস ক্রীড়া-১৫ (লিড)
কাল যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করবেন আগরতলা ম্যারাথনের পিস ব্যাটন প্রতিনিধি দল
ঢাকা, ২৪ মার্চ, ২০১৯ (বাসস) : আগরতলা ম্যারাথনের পিস ব্যাটন নিয়ে ঢাকায় আসা প্রতিনিধি দলটি আগামীকাল যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো: জাহিদ আহসান রাসেলের সঙ্গে তার মন্ত্রনালয়ে সৌজন্য সাক্ষাৎ করবে। আগরতলা ম্যারাথনের প্রতিষ্ঠাতা ডক্টর বৃন্দাবন বিহারী দাস কাঠিয়াবাবার নেতৃত্বে ৬ সদস্য দলটি আজ বিকেলে ঢাকায় পৌঁছেছে।
আখাউড়া সীমান্তে দলটিকে স্বাগত জানায় স্থানীয় ক্রীড়াঙ্গনের বিশিষ্ট ব্যাক্তি ও ব্যবসায়ীরা। ঢাকায় আসার পথে দলটিকে নরসিংদী জেলা টেনিস ক্লাবের পক্ষথেকে সংবর্ধনা প্রদান করা হয়। তিনদিনের সফরে দলটি ঢাকায় ক্রীড়াঙ্গনের বিশিষ্ট ব্যাক্তিবর্গের সঙ্গে সৌজন্য সাক্ষাতকারে মিলিত হবে।
ঢাকায় আগত দলের অন্য সদস্যরা হলেনÑ ত্রিপুরা অলিম্পিক অ্যাসো: সেক্রেটারি ডা: সুজিত রায়, ত্রিপুরা প্লেয়ার ওয়েরফেয়ার অ্যাসো: সেক্রেটারি আমিয় কুমার দাস, ক্রীড়া সংগঠক সুজিত ভৌমিক, ক্রীড়া ফেড়ারেশনের প্রেসিডেন্ট নিরঞ্জন ভট্টাচার্য ও ক্রীড়া সংগঠক শোভা নাথ তেওয়ারি।
ভারত ও বাংলাদেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরো জোরদার করার লক্ষ্যে দলটি বাংলাদেশ সফর করছে।
বাসস/স্বব/১৯৪৫/মোজা/এএমটি