বাসস ক্রীড়া-১৪ : অর্ধেক ইউরোপ মিলিতাওকে চায় : কাসেমিরো

298

বাসস ক্রীড়া-১৪
ফুটবল-মাদ্রিদ-মিলিতাও
অর্ধেক ইউরোপ মিলিতাওকে চায় : কাসেমিরো
পানামা, ২৪ মার্চ ২০১৯ (বাসস) : ব্রাজিলীয় ডিফেন্ডার এডের মিলিতাওকে চুক্তিবদ্ধ করায় রিয়াল মাদ্রিদের প্রশংসা করেছেন দলটির মিডফিল্ডার কাসেমিরো। তার মতে ‘অর্ধেক ইউরোপ তাকে পেতে চায়’।
আগামী জুলাইয়ে পোর্তো থেকে মাদ্রিদে যোগ দিবেন ২১ বছর বয়সি মিলিতাও। গণমাধ্যমের রিপোর্ট অনুযায়ী এ জন্য রিয়ালকে গুনতে হচ্ছে ৫০ মিলিয়ন ইউরো। গতকাল শনিবার পানামার বিপক্ষে প্রীতি ম্যাচে মিলিতাওয়ের সঙ্গে খেলার পর কাসেমিরো রিয়াল মাদ্রিদে মিলিতাওয়ের চুক্তির প্রশংসা করে বলেন, ‘তাকে চুক্তিবদ্ধ করায় আমি রিয়ালকে অভিনন্দন জানাচ্ছি। কারণ অর্ধেক ইউরোপ তাকে পেতে চায়। এর মাধ্যমে মিলিতাও বিশ্বের সেরা ক্লাবে খেলার যোগ্যতা অর্জন করেছেন। আগামী মৌসুমে সেখানে উষ্ণ অভ্যর্থনা পাবেন।’
গত বছর আগস্টে সাওপাওলো থেকে পোর্তোতে যোগ দিয়ে এই একটি মৌসুম খেলার সুযোগ পেয়েছেন মিলিতাও। এই সময় পর্তুগীজ জায়ান্টদের হয়ে সব ধরনের প্রতিযোগিতায় ৩৪ ম্যাচে অংশ নিয়েছেন এই সেন্টার ব্যাক। চ্যাম্পিয়ন্স লীগের কোয়ার্টার ফাইনালে লিভারপুলের মোকাবেলা করবে পর্তুগালের এই শীর্ষ ক্লাবটি।
বাসস/ওয়েবসাইট/এমএইচসি/১৯৩৫/মোজা/স্বব