শরীয়তপুরের ৬টি উপজেলার মধ্যে ৫ উপজেলায় শান্তিপূর্ণ ভোট গ্রহণ শুরু

307

শরীয়তপুর, ২৪ মার্চ, ২০১৯ (বাসস) : উপজেলা নির্বাচনের তৃতীয় ধাপে আজ শরীয়তপুরের ছয়টি উপজেলার মধ্যে পাঁচটি উপজেলায় শান্তিপূর্ণ ভোট গ্রহণ শুরু হয়েছে। সকাল ৮ টা থেকে শুরু হয়ে ভোট গ্রহণ একটানা বিকেল ৪টা পর্যন্ত চলবে। ভেদরগঞ্জ উপজেলায় সকল পদেই বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় এ উপজেলায় ভোট অনুষ্ঠিত হচ্ছে না। তবে সদর উপজেলায় ভাইস চেয়ারম্যান, জাজিরা, নড়িয়া ও ডামুড্যা উপজেলায় ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। জেলার একমাত্র গোসাইরহাট উপজেলায় সকল পদেই নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।
জেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, ৭ মার্চ মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে বিনা প্রতিতদ্বন্দ্বিতায় নির্বাচিত চেয়ারম্যানরা হলেন শরীয়তপুর সদর উপজেলায় বর্তমান চেয়ারম্যান আবুল হাশেম তপাদার, জাজিরা উপজেলায় বর্তমান চেয়ারম্যান মোবারক আলী শিকদার, নড়িয়া উপজেলায় বর্তমান চেয়ারম্যান এ কে এম ইসমাইল হক, ভেদরগঞ্জ উপজেলায় সাবেক চেয়ারম্যান হুমায়ুন কবির মোল্যা ও ডামুড্যা উপজেলায় বর্তমান চেয়ারম্যান আলমগীর হোসেন মাঝি। এছাড়া শরীয়তপুর সদর উপজেলায় মহিলা ভাইস চেয়ারম্যান পদে সামিনা ইয়াছমিন, ভেদরগঞ্জ উপজেলার বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান আকলিমা বেগম লিপি ও আব্দুল মান্নান বেপারী ভাইস চেয়ারম্যান পদে বিনা প্রতিদ¦ন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
শুধুমাত্র জেলার গোসাইরহাট উপজেলায় সকল পদে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এখানে চেয়ারম্যান পদে বর্তমান চেয়ারম্যান সৈয়দ নাসির উদ্দিন ও সাবেক চেয়ারম্যান ফজলুর রহমান ঢালী প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন।
সদর উপজেলায় শুধুমাত্র ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা হবে পরিবহন সমিতির নেতা ফারুক আহম্মদ তালুকদার এর সাথে ছাত্রলীগ নেতা মোস্তাফিজুর রহমান সোহাগ পাহাড়ের ।
জেলা নির্বাচন কর্মকর্তা শেখ মো. জালাল উদ্দিন বলেন,শরীয়তুরের পাচটি উপজেলা নির্বাচনে প্রতিদ্বন্দ্বি হয়ে নির্বাচনে রয়েছেন গোসাইরহাট উপজেলায় চেয়ারম্যনদে ২ জন, পাচটি উপজেলায় পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ১৭ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১০ জন প্রার্থী। পাঁচটি উপজেলায় ২শ ৭২টি ভোট কেন্দ্রে ভোট গ্রহণ করা হবে। পাচটি উপজেলায় মোট ভোটার রয়েছে ৮ লক্ষ ৬৮ হাজার ৪১ জন। ভোট গ্রহণে পিজাইডিং হিসেবে দায়িত্ব পালন করছেন ২৭২জন, সহকারী প্রিজাইডিং ১ হাজার ৮ শ’ ২৭জন এবং পুলিং অফিসার হিসেবে রয়েছেন ৩ হাজার ৬শত ৫৪ জন। আইন শৃঙ্খলার দায়িত্বে রয়েছে প্রায় ১হাজার পুলিশ সদস্য, ১০প্লাটুন বিজিবি ও ৩ হাজার ২শ’ ৬৪ জন আনসার বেটালিয়ান সদস্যরা। এছাড়াও প্রতিটি উপজেলার ৫টি করে ভ্রাম্যমাণ আদালতের টিম ও র‌্যাবের টিম টহলে থাকবেন।