পিরোজপুরে গণহত্যা দিবসের ব্যাপক কর্মসূচি গ্রহণ

4918

পিরোজপুর, ২৩ মার্চ, ২০১৯ (বাসস) : আগামী ২৫ মার্চ গণহত্যা দিবস পালন উপলক্ষে পিরোজপুরে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। পিরোজপুরের জেলা প্রশাসন জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে সকালে গণহত্যার স্মৃতিচারণ অনুষ্ঠানের আয়োজন করেছে।
অনুষ্ঠানে পিরোজপুরের বিশিষ্ট মুক্তিযোদ্ধা এবং বর্বর পাকবাহিনীর হাতে নির্মমভাবে হত্যাকান্ড প্রত্যক্ষভাবে দেখেছেন এমন ব্যক্তিগণ স্মৃতিচারণ করবেন। পিরোজপুরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এ অনুষ্ঠানে উপস্থিত থাকবে।
জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ে শহীদ আব্দুর রাজ্জাক- সাইফ মিজান মিলনায়তনেও গণহত্যা দিবস নিয়ে আলোচনা সভার আয়োজন করা হয়েছে। এছাড়া জেলা শিল্পকলা একাডেমির উদ্যোগে একাডেমি প্রাঙ্গণে সন্ধ্যায় ২৫ মার্চ রাতে যারা প্রাণ দিয়েছে তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানোর লক্ষ্যে মোমবাতি প্রজ্জ্বলন এর আয়োজন করা হয়েছে। ২৫ তারিখ রাত ৯টা থেকে ১ মিনিটের জন্য জেলা সদরে প্রতীকী ব্লাক আউটও করা হবে। এ সময় শুধুমাত্র জরুরী স্থাপনা ও চলমান যানবাহন ব্যতিত সকল স্থান অন্ধকারে নিমজ্জিত করা হবে।